मोरी कसक रे जियारा सैयाँ के याद जब आए सूना पड़ा है मेरा अँगना दिजो संदेशा विजयी के दिजो संदेशा विजयी के ভেসে আসে সুর উদাসী রাতে স্মৃতি দোলায় আলো ছায়াতে ভেসে আসে সুর উদাসী রাতে স্মৃতি দোলায় আলো ছায়াতে রাত্রি নিঝুম, আসে না তো ঘুম আজও তুমি এলে না নিরাশায় দিন যায়, রাত যায় দুরাশায় যায় চলে সময় বয়ে যায়, ফাগুনের এ রাত বয়ে যায় আমার দিন কাটে না, আমার রাত কাটে না শোনো, শোনো সুজন আমার শোনো, শোনো সুজন আমার ♪ ধূধূ শতকপাড়ে আমি দাঁড়িয়ে একা জ্বলে আমার বুকে জোনাকিরা একা ধুধু শতকপাড়ে আমি দাঁড়িয়ে একা জ্বলে আমার বুকে জোনাকিরা একা জোছনার ছায়া পায়ে মেখে এসে পরি ও চাঁদের টিপ ভালোবেসে সুজন, ও সুজন সুজন, ও সুজন রাত্রি নিঝুম, আসে না তো ঘুম আজও তুমি এলে না নিরাশায় দিন যায়, রাত যায় দুরাশায় যায় চলে সময় বয়ে যায়, ফাগুনের এ রাত বয়ে যায় আমার দিন কাটে না, আমার রাত কাটে না শোনো, শোনো সুজন আমার শোনো, শোনো সুজন আমার ♪ ভেসে আসা সুরের স্বপ্ন মায়াজাল সময়ের তটে বুনে যায় মহাকাল ভেসে আসা সুরের স্বপ্ন মায়াজাল সময়ের তটে বুনে যায় মহাকাল জাদুকাঠির ছোঁয়ায় সেই শুনে আবার দু'টি একাকী মন করে দেবে একাকার সুজন, ও সুজন সুজন, আমার সুজন রাত্রি নিঝুম, আসে না তো ঘুম আজও তুমি এলে না নিরাশায় দিন যায়, রাত যায় দুরাশায় যায় চলে সময় বয়ে যায়, ফাগুনের এ রাত বয়ে যায় আমার দিন কাটে না, আমার রাত কাটে না শোনো, শোনো সুজন আমার শোনো, শোনো সুজন আমার ভেসে আসে সুর উদাসী রাতে স্মৃতি দোলায় আলো-ছায়াতে ভেসে আসে সুর উদাসী রাতে স্মৃতির দোলায় আলো-ছায়াতে