Kishore Kumar Hits

Subhamita - Ekhono Taare Chokhe Dekhini текст песни

Исполнитель: Subhamita

альбом: Arunobani


এখনো তারে চোখে দেখিনি
এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি
মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি
এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি

শুনেছি মুরতি কালো
শুনেছি মুরতি কালো, তারে না দেখা ভালো
সখী বলো, আমি জল আনিতে যমুনায় যাব কি?
এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি

শুধু স্বপনে এসেছিল সে, নয়নকোণে হেসেছিল সে
শুধু স্বপনে এসেছিল সে, নয়নকোণে হেসেছিল সে
সে অবধি সই, ভয়ে ভয়ে রই
সে অবধি সই, ভয়ে ভয়ে রই
আঁখি মেলিতে ভেবে সারা হই
কাননপথে যে খুশি সে যায়
কদমতলে যে খুশি সে চায়
কাননপথে যে খুশি সে যায়
কদমতলে যে খুশি সে চায়
সখী বলো, আমি আঁখি তুলে কারো পানে চাব কি?
এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি
মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি
এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители