জ্যোৎস্নার রং ছুঁয়ে যতবার সুন্দরের অনুবাদ করতে যাই Easel-এ ফুটে ওঠে তোমার ছবি নষ্ট তারার এই শহরে মধ্যরাতের শেষ train-এর whistle-এর শব্দ শুনে বাড়ি ফিরতে গিয়ে আমি বারবার ফিরে যাই তোমার ঠিকানায় আরাধ্য নেশার কুঞ্জবনে আমি এক পথহারা তুমি তো সেই মেয়ে আমাকে কথা দিয়ে অন্যের হাতে হাত রাখলে অভিশাপ দেবো না, কোনো কথা তুলবো না কেন যে বদলে গেলে ও আকাশ, বলে দাও বোঝাতে পারি না নিজেকে ও বাতাস, বলে দাও কী করে ভুলি এ প্রেমকে ♪ ভেবেছি তুমি হবে তুমি হবে শেষ আশ্রয় মিথ্যে করে দিলে সব মুছে দিলে এই পরিচয় হয়েছি আমি আজ অচেনা হারিয়ে ফেলেছি ঠিকানা হারিয়ে ফেলেছি ঠিকানা ও আকাশ, বলে দাও বোঝাতে পারি না নিজেকে ও বাতাস, বলে দাও কী করে ভুলি এ প্রেমকে ♪ সন্দেহ করে আমায় তুলেছো ভুলের দেয়াল হাজারো ব্যথা নিয়ে হয়েছি নিজেই আড়াল কেন যে করেছো ছলনা ভেঙেছো সুখেরই মোহনা ভেঙেছো সুখেরই মোহনা ও আকাশ, বলে দাও বোঝাতে পারি না নিজেকে ও বাতাস, বলে দাও কী করে ভুলি এ প্রেমকে তুমি তো সেই মেয়ে আমাকে কথা দিয়ে অন্যের হাতে হাত রাখলে অভিশাপ দেবো না, কোনো কথা তুলবো না কেন যে বদলে গেলে ও আকাশ, বলে দাও বোঝাতে পারি না নিজেকে ও বাতাস, বলে দাও কী করে ভুলি এ প্রেমকে ও আকাশ, বলে দাও বোঝাতে পারি না নিজেকে ও বাতাস, বলে দাও কী করে ভুলি এ প্রেমকে