Lagnajita Chakraborty - Khunsuti текст песни
Исполнитель:
Lagnajita Chakraborty
альбом: Khunsuti - Single
দুষ্টু হাওয়ার খুনসুটি
মিষ্টি রোদের লুটোপুটি
আমার মনের দরজাতে
নাড়ছে কড়া আজ ছুটি
একছুটে ছুটে যাচ্ছি তাই
মনের কোনো বাঁধন নাই
তোমার ডাকে সাড়া দিতে
ইচ্ছে ডানা মেলছে তাই
♪
এক পশলা বৃষ্টিতে
ভিজে যাওয়ার ইচ্ছেতে
মেঘের দেশে দেবো পাড়ি
তোমায় নিয়ে একসাথে
মৌমাছিদের গুনগুনে
কখন যেন আনমনে
বাঁধছি গান নতুন করে
পাখিদেরই কলতানে
আমার আঁকার রংতুলি
আমার পোষা বুলবুলি
আদর দিনে আমার সাথে
আয় না আজ রং খেলি
কৃষ্ণচূড়ার লাল আগুন
আনে মনে আজ ফাগুন
বসন্তের উৎসবে আজ
সবকিছুই লাগে দারুণ
♪
আমার মনের মাস্তুলে
ভেসে যাবো সব ভুলে
আমার মনের মাস্তুলে
ভেসে যাবো সব ভুলে
ডাকবে আমায় মনমাঝি
তুমি খবর পাঠালে
হারিয়ে যেতে মন যে চায়
তোমার সাথে নীলিমায়
তোমায় নিয়ে নতুন করে
চাঁদের আলো জোছনায়
দুষ্টু হাওয়ার খুনসুটি
মিষ্টি রোদের লুটোপুটি
আমার মনের দরজাতে
নাড়ছে কড়া আজ ছুটি
♪
হয়তো মনের খেয়ালে
উড়ে যাবো স্বপ্নিলে
হয়তো মনের খেয়ালে
উড়ে যাবো সপ্নিলে
আসবো ফিরে তোমার কাছে
তুমি আমায় ডাক দিলে
প্রজাপতি রংডানা
কোনো বাধার নেই মানা
ফুলের রঙে মন রাঙিয়ে
দুলবো আজ দোলনা
দুষ্টু হাওয়ার খুনসুটি
মিষ্টি রোদের লুটোপুটি
আমার মনের দরজাতে
নাড়ছে কড়া আজ ছুটি
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя