Kishore Kumar Hits

Mekhla Dasgupta - Behisabi Mon Ta текст песни

Исполнитель: Mekhla Dasgupta

альбом: Behisabi Mon Ta


বেহিসাবী মনটা, বেখেয়ালী মনটা
পেয়েছে নতুন মানে।
স্বপ্ন শুরু হোক, স্বপ্ন শুরু হোক
আমার এই গানে।।
চুপ কোন কথা নয়, শোন বৃষ্টি সুর সাজায়
আজ তুমি এলে; এল শ্রাবণ আবার।
ভিজে যাক এই মন, সিক্ত এ স্বপণ
ভিজে যাক এই মন, সিক্ত এ স্বপণ
শুধু ডানা মেলে ছুঁতে চায় তোমাকে।
হাসনুহানা ঝরা এ রাত তোমারই, রাত তোমারই
নীলচে এ রাতের গোপন সে স্বপ্ন তোমারই, রাত তোমারই।
সাত রঙা রামধনুর নরম ছোঁয়া শুধু তোমারই
আ - আ - আ - আ
ভিজে হাওয়া মাখা রাত, এ মেঘ সরানো চাঁদ
শুধু জানাতে চায় তুমি শুধু আমার।
চুপ কোন কথা নয়, শোন বৃষ্টি সুর সাজায়
আজ তুমি এলে; এল শ্রাবণ আবার।
নীরব প্রতীক্ষার সে অশ্রুঝরা রাত তোমারই, রাত তোমারই
মন তাও জানত আসবেই সে মায়াবী রাত আমারই, রাত আমারই।
আজ সেই রাত, হাওয়া বেপরোয়া আজ, শোন না পিয়াসী কেকা
আ - আ - আ - আ
আর নয় অভিমান; ঝরা পাতার গান
শুধু সুরে সুরে হোক এ আলাপন।
চুপ কোন কথা নয়, শোন বৃষ্টি সুর সাজায়
আজ তুমি এলে; এল শ্রাবণ আবার।
ভিজে যাক এই মন, সিক্ত এ স্বপণ
ভিজে যাক এই মন, সিক্ত এ স্বপণ
শুধু ডানা মেলে ছুঁতে চায় তোমাকে।

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители