বৃষ্টি শেষ হলে মেঘেরা সরে গেলে আঁধার আকাশে বৃষ্টি শেষ হলে মেঘেরা সরে গেলে আঁধার আকাশে তারা কি ফুটবে? চাঁদ কি উঠবে? তবে কি অভিমান এবারে ভুলবে? তবে কি অভিমান এবারে ভুলবে? ♪ জানি না এই মন কেন উদাসীন আঁধার সারাক্ষণ, মেঘলা সারাদিন জানি না এই মন কেন উদাসীন আঁধার সারাক্ষণ, মেঘলা সারাদিন তবুও মন চায় বাঁচার সংজ্ঞায় তবুও মন চায় বাঁচার সংজ্ঞায় ভোরের আলো পেয়ে আগামী ছুটবে তবে কি অভিমান এবারে ভুলবে? তবে কি অভিমান এবারে ভুলবে? ♪ আমারই মন কখনো ছায়াময় কখনো রোদ্দুর, একটু সঞ্চয় আমারই মন কখনো ছায়াময় কখনো রোদ্দুর, একটু সঞ্চয় জীবনপ্রতীকের এই যে জলছবি তুমি কি লিখবে? তুমি কি আঁকবে? ♪ প্রহর চলে যায়, কাটে না সারাবেলা তোমার ভাবনায় নীরব কথা বলা প্রহর চলে যায়, কাটে না সারাবেলা তোমার ভাবনায় নীরব কথা বলা চিরায়ত প্রেম তোমায় ভেবে ভেবে চিরায়ত প্রেম তোমায় ভেবে ভেবে হয়তো কোনোদিন কখনো জাগবে তবে কি অভিমান এবারে ভুলবে? তবে কি অভিমান এবারে ভুলবে? বৃষ্টি শেষ হলে মেঘেরা সরে গেলে আঁধার আকাশে তারা কি ফুটবে? চাঁদ কি উঠবে? তবে কি অভিমান এবারে ভুলবে? তবে কি অভিমান এবারে ভুলবে?