Kishore Kumar Hits

Pratik Kundu - Sunyo Haat - From "Tobu Bhalobasi" текст песни

Исполнитель: Pratik Kundu

альбом: Sunyo Haat (From "Tobu Bhalobasi")


চুপ করে বসে ঘরের কোণে
আনমনে তোমার টেলিফোনে
হারিয়ে যাওয়া রূপকথারই দেশে
তবে বাস্তবেতেই ফিরে আসা শেষে
এলোমেলো এই কোন ঝড়
এলো এক রাতে
ভেঙ্গেচুরে গেল স্বপ্নের ঘর
আমি ব্যস্ত সাজাতে
স্বপ্নের main road, footpath
তোমার হাতে আমার হাত
নেশাতুর রাত শেষে ঘরে ফেরা
নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত
হাসিমুখে কান্নাকে লুকিয়ে
তোর গলিতেই বারে বারে গিয়ে
দুমড়ে মুচড়ে স্বপ্নগুলো খোঁজা
তবে সব শেষে নিজেকেই ভুল বোঝা
আর দেরী নেই, উঠবে সূর্য
এ মন বোঝে না
এদিক ওদিক আমার দু'চোখ
তোকে ছাড়া কিছু খোঁজে না
আজও রয়েছে খালি footpath
নেই তোর হাতে আমার হাত
নেশাতুর রাত শেষে ঘরে ফেরা
নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители