Neel Dutt - Shedin Dujoney текст песни
Исполнитель:
Neel Dutt
альбом: Ganesh Talkies
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেই স্মৃতিটুকু কভু খনে খনে
যেন জাগে মনে, ভুলো না
ভুলো না, ভুলো না, ভুলো না
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেদিন বাতাসে ছিল তুমি জানো
আমার মনের প্রলাপ জড়ানো
সেদিন বাতাসে ছিল তুমি জানো
আমার মনের প্রলাপ জড়ানো
আকাশে আকাশে আছিল ছড়ানো
তোমার হাসির তুলনা
তুলনা, তুলনা, তুলনা
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
♪
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে
চাঁদ উঠেছিল গগনে
দেখা হয়েছিল তোমাতে আমাতে
কী জানি কি মহা লগনে
চাঁদ উঠেছিল গগনে
এখন আমার বেলা নাহি আর
বহিব একাকী বিরহের ভার
এখন আমার বেলা নাহি আর
বহিব একাকী বিরহের ভার
বাঁধিনু যে রাখী পরানে তোমার
সে রাখী খুলো না, খুলো না
খুলো না, খুলো না, খুলো না
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя