মন বলে কলকাতা, আহা প্রাণ বলে তোমার সাথে friendship চাই দলবলে হারায় বিষণ্ণতা কৌশলে ফুটবলে পা ছোঁয়াই মন বলে কলকাতা, আহা প্রাণ বলে তোমার সাথে friendship চাই দলবলে জিতে নেবো শহরটা কৌশলে ফুটবলে... ♪ চঞ্চল এই অদ্ভুত মনটাকে কে বলো প্রাসাদে বেঁধে রাখে একবার আজ মাঠে নেমে এসো, রাজা সবুজে কত সুখ বেঁচে থাকে ঝুঁকে দেখো কিশলয় কচি পাতায় বল কড়ো, tackle করো জীবন খেলায় ওস্তাদের মাঠের সাথে সোনালী গোল ফুটবলে চড়ে ফেরো ছেলেবেলা পৌঢ়ত্ব থেকে যৌবন যৌবন থেকে কৈশোর কৈশোর থেকে শৈশব এটাই বাঁচার রাস্তা পাকা থেকে কাঁচা টেকা থেকে বাঁচা রাজা থেকে তাজা ज़िंदगी का वास्ता ♪ জীবনে বাজবে referee-র বাঁশি Linesman-ও তুলে দেবে পতাকা Off side-এ, red card-এ ফেঁসে যেতে পারো Shootout-এ ঘুরে যেতে পারে চাকা মরতে মরতেও কলকাতা বেঁচে থাকে লড়তে লড়তে ফুটবলে রাখে আশা টক-ঝালে मिर्ची मिर्ची ज़िंदगी Friendship-এ পাবে মিষ্টি ভালোবাসা গোষ্ঠ থেকে মান্না মান্না থেকে সামাদ সামাদ থেকে পি.কে. হয়ে বল তোমার দিকে বলরাম থেকে চুনি জার্নেইল থেকে হাবিব চিমা থেকে বাইচুং ইতিহাস যাও লিখে রুনি থেকে ওয়েন ওয়েন থেকে অরি অরি থেকে বেকহাম হয়ে বল গোলের দিকে রিকুয়েলমো থেকে সরিন দিদা-রবিনহো সেগুয়েরা-রাউল ইতিহাস যাও লিখে ♪ মন বলে কলকাতা, আহা প্রাণ বলে তোমার সাথে friendship চাই দলবলে হারায় বিষণ্ণতা কৌশলে ফুটবলে পা ছোঁয়াই মন বলে কলকাতা, আহা প্রাণ বলে তোমার সাথে friendship চাই দলবলে জিতে নেবো যুদ্ধটা কৌশলে ফুটবলে...