Kishore Kumar Hits

Fossils - Frendship Chhai текст песни

Исполнитель: Fossils

альбом: Mission - F


মন বলে কলকাতা, আহা
প্রাণ বলে তোমার সাথে friendship চাই
দলবলে হারায় বিষণ্ণতা
কৌশলে ফুটবলে পা ছোঁয়াই
মন বলে কলকাতা, আহা
প্রাণ বলে তোমার সাথে friendship চাই
দলবলে জিতে নেবো শহরটা
কৌশলে ফুটবলে...

চঞ্চল এই অদ্ভুত মনটাকে
কে বলো প্রাসাদে বেঁধে রাখে
একবার আজ মাঠে নেমে এসো, রাজা
সবুজে কত সুখ বেঁচে থাকে
ঝুঁকে দেখো কিশলয় কচি পাতায়
বল কড়ো, tackle করো জীবন খেলায়
ওস্তাদের মাঠের সাথে সোনালী গোল
ফুটবলে চড়ে ফেরো ছেলেবেলা
পৌঢ়ত্ব থেকে যৌবন
যৌবন থেকে কৈশোর
কৈশোর থেকে শৈশব
এটাই বাঁচার রাস্তা
পাকা থেকে কাঁচা
টেকা থেকে বাঁচা
রাজা থেকে তাজা
ज़िंदगी का वास्ता

জীবনে বাজবে referee-র বাঁশি
Linesman-ও তুলে দেবে পতাকা
Off side-এ, red card-এ ফেঁসে যেতে পারো
Shootout-এ ঘুরে যেতে পারে চাকা
মরতে মরতেও কলকাতা বেঁচে থাকে
লড়তে লড়তে ফুটবলে রাখে আশা
টক-ঝালে मिर्ची मिर्ची ज़िंदगी
Friendship-এ পাবে মিষ্টি ভালোবাসা
গোষ্ঠ থেকে মান্না
মান্না থেকে সামাদ
সামাদ থেকে পি.কে. হয়ে
বল তোমার দিকে
বলরাম থেকে চুনি
জার্নেইল থেকে হাবিব
চিমা থেকে বাইচুং
ইতিহাস যাও লিখে
রুনি থেকে ওয়েন
ওয়েন থেকে অরি
অরি থেকে বেকহাম হয়ে
বল গোলের দিকে
রিকুয়েলমো থেকে সরিন
দিদা-রবিনহো
সেগুয়েরা-রাউল
ইতিহাস যাও লিখে

মন বলে কলকাতা, আহা
প্রাণ বলে তোমার সাথে friendship চাই
দলবলে হারায় বিষণ্ণতা
কৌশলে ফুটবলে পা ছোঁয়াই
মন বলে কলকাতা, আহা
প্রাণ বলে তোমার সাথে friendship চাই
দলবলে জিতে নেবো যুদ্ধটা
কৌশলে ফুটবলে...

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Rupam

Исполнитель

Arnob

Исполнитель