Kishore Kumar Hits

Fossils - Guru текст песни

Исполнитель: Fossils

альбом: Fossils, Vol. 3


গুরু
বিদায়
শুরু
শেষে
ও গুরু
বিদায়
এ শুরু
শেষে

ও গুরু বলেছিলে তুমি যে
"যাওয়ার কালে কেউ কাঁদে কিরে"
শুরু করেছিলে তুমি যে
"শেষের খেলা কেউ হারে কিরে"
ও গুরু বলেছিলে তুমি যে
"যাওয়ার কালে কেউ কাঁদে কিরে, মনা"
শুরু করেছিলে তুমি যে
"এই শেষের খেলা কেউ হারে কিরে, বাবা"
প্যাটের খিদা মরে মনের কোণেতে, মনের কোণেতে
মনের চালে ভাত বাড়ে না রে, আহা
এই গুরু বলেছিলে তুমি যে
"যেতে পারি তবু যাব না হে, আহা"
"যাব না হে, আহা"
আরে যাব না হে, আহা
"যাব না, যাব না, আহা"

এই যা রে যা

আরে গুরু তুমি পুড়েছিলে যে
খবরের কাগজ, মগজের কোমর, আহা
এই গুরু তুমি ছিঁড়েছিলে যে
স্বেচ্ছার মুখোশ, কেচ্ছার মোহর, আহা
গুরু তোমার গানের আয়াতে
সুখ-আহ্লাদ আর মুখ লাল, আহা
এই গুরু তুমি চলেছিলে তবু
পেছন ফিরে একবার
ভাবো না হে, আহা
ভাবো না হে, আহা
যাব না হে, আহা
যাব না, যাব না

ও গুরু, তোমার দেহে ছিল সে
দশ মাস দশ দিন যাতনা হে, আহা

ও মানুষ বানানোর factory-তে সে
নয় ধার, নয় ঋণ, নগদ লয়, আহা
ও মানুষ বানানোর factory-তে সে
নয় ধার, নয় ঋণ, নগদ...
গুরু, তোমার মুখের বাণীতে
মরণের-হায়াতের ক্ষমতা হে, আহা
এই গুরু বলেন চোখের পানিতে
"বিদায় যা রে...
যাব না হে, আহা
যাব না হে, আহা
যাব না হে, আহা
যাব না, যাব না
গুরু বলেছিলে তুমি যে
"যাওয়ার কালে কেউ কাঁদে কিরে, মনা"
এই শুরু করেছিলে তুমি যে
"শেষের খেলা কেউ হারে কিরে, বাবা"
ত্যাগ এর ক্ষিদা বাড়ে মনের কোণেতে, মনের কোণেতে
মনের চালে ভাত বাড়ে না রে, আহা
এই গুরু বলেছিলে তুমি যে
"যেতে পারি তবু..."

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Rupam

Исполнитель

Arnob

Исполнитель