Kishore Kumar Hits

Fossils - Mrityu текст песни

Исполнитель: Fossils

альбом: Fossils 4


আমার বেলা বয়ে যায়
খেলা হয়ে যায় ক্রমে প্রাচীন
জীবন যেন বলে যায়
বলে চলে যায়
ফুরোচ্ছে দিন
জমে কত চেনা অচেনা
ফাঁকা সমবেদনা অর্থহীন
মুখর আজেবাজে কাহিনী
বাজে রাগ ও রাগিণী
তা ধিনধিন
প্রাচীন ঋণ
গা ঘিনঘিন
কাজে লাগবে না কোনও কিছুই
ইচ্ছে ঝাড়বংশ নেবে পিছু
দেহ যন্ত্র স্তব্ধ হলে ভবে
সমাধিস্থ হবে মহাশিশু

আমার যত মাথা ঝিমঝিম
শহুরে ঘোড়ার ডিম
নেয় বিদায় (নেয় বিদায়)
নিয়ম
Treadmill আর gym
পূর্ব পশ্চিম গুলিয়ে যায় (গুলিয়ে যায়)
সকাল
খায় তিনটে ওষুধ
যত আসল আর সুদ যোগ হয় (যোগ হয়)
তবু
কেউ বলবে কী উপায়
যদি হঠাৎ করে হায় জটিল রোগ হয়

Virus চাষ আমার সমাধিতে
Nutrition ছড়িয়ে দেব free-তে
হাড়-মাংসে পচন এলে তবেই
প্রকৃতিস্থ হবে-হবে-হবে মহাশিশু

হ্যাঁ, বিদীর্ণ হচ্ছি
আরও জীর্ণ হচ্ছি আয়ুর অভাবে
না, তবু চাই না যেতে
ফেলে যেতে চাই না তোমায় এভাবে
হ্যাঁ, বিদীর্ণ হচ্ছি
আরও জীর্ণ হচ্ছি আয়ুর অভাবে
না, তবু চাই না যেতে
ফেলে যেতে চাই না তোমায় এভাবে
তবু চলে যাব
মিশে যাব তোমার স্বভাবে
আর থেকে যাব
তোমার প্রত্যক্ষ-পরোক্ষ প্রভাবে

আমার

জীবন

নিয়ম

সকাল

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Rupam

Исполнитель

Arnob

Исполнитель