Kishore Kumar Hits

Somlata - Jhapsa Din-Somlata текст песни

Исполнитель: Somlata

альбом: Eseche Shomoy - Somlata Hits


ঝাপসা দিন laptop-এ
ব্যস্ত কাজ ঝিম ধরে
ক্লান্ত cup, শেষ চুমুক
Ashtray-তে পুড়ছে সুখ
Money plant চাইছে দোল
বৃষ্টি-ছাট জানলা খোল
জলছবি নীলচে frame
কবিতারা আঁকছে প্রেম
টুপটাপ পিয়ানোর একলা দুপুরে
প্রিয় FM-এ বাজে
"আমার ভিতর-বাহিরে, অন্তরে-অন্তরে আছ তুমি"
"আমার ভিতর-বাহিরে, অন্তরে-অন্তরে আছ তুমি"

ডানা চায় ছুঁতে আকাশটাকে
বাহানা খুঁজেছে চোরা ইশারাকে
ডানা চায় ছুঁতে আকাশটাকে
বাহানা খুঁজেছে চোরা ইশারাকে
গলছে মোম কি আঁচে
প্রেম ভীষণ ছোঁয়াচে
আবছা পথ তোর পাড়া
আজকে মন ঘরছাড়া
অবাধ্যতা বুক জুড়ে
উঠছে ঢেউ চেনা সুরে
ভালোলাগা ডাকছে আয়
বাতাস হব তোর ডানায়
বোবা সুখ যায় ভেসে দূর
শহরে দিকশুন্যপুর
টুপটাপ পিয়ানোর একলা দুপুরে
প্রিয় FM-এ বাজে
"আমার ভিতর-বাহিরে, অন্তরে-অন্তরে আছ তুমি"
"আমার ভিতর-বাহিরে, অন্তরে-অন্তরে আছ তুমি"

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Arnob

Исполнитель