তুই যে আমার, তোকে নিয়ে সারাক্ষণ মেঘ হয়ে শুধু ভাসছি ওই নীলে তোরই কাছে আমার এই মন বাঁধা স্নিগ্ধ হাওয়া বইছে চোখের ঝিলে আড়ালে কিছুক্ষণ এলোমেলো আলাপন বলতে গিয়ে নিশ্চুপ আনমনে না বলা কথা সেই কাছে টানছে নিমিষেই বলা হতো কথা যত মিলনে ♪ ভাবনার এ প্রহর তোকে চাইছে আবেশে আমার মনের তাজমহলে তোর ছোঁয়াতেই যত রং মিলেছে রঙিন হলো রংধনুতে যে কথার ভাষা নেই, এতটুকু মিথ্যে নেই তুই যে এই বুকের স্পন্দনে তুই যে আমার, তোকে নিয়ে সারাক্ষণ মেঘ হয়ে শুধু ভাসছি ওই নীলে ♪ মন যে হলো আজ শখের ডাকপিয়ন দিলাম চিঠি তোর ঠিকানায় তুই যে নদী আর আমি হবো সাগর মিলবো দু'জন মোহনায় এ জীবন তোর কাছে আমরণ রাখা আছে হারাবে না কোনো অভিমানে তুই যে আমার, তোকে নিয়ে সারাক্ষণ মেঘ হয়ে শুধু ভাসছি ওই নীলে তোরই কাছে আমার এই মন বাঁধা স্নিগ্ধ হাওয়া বইছে চোখের ঝিলে আড়ালে কিছুক্ষণ এলোমেলো আলাপন বলতে গিয়ে নিশ্চুপ আনমনে না বলা কথা সেই কাছে টানছে নিমিষেই বলা হতো কথা যত মিলনে তুই যে আমার ♪ তুই যে আমার