কথা দিল রোদ্দুর
রাত পালালো বহুদূর
হাওয়ায় উড়ছে চিরকুট
ইচ্ছে নদীর ঠিকানায়
পুরোনো সব ভুলচুক ডেকেছে প্রিয় ইশারায়
চেনা আলোর ঝরণা
ওই সুদূর সীমানায়
ঘুম আদুরে মন আঙিনায়
খুব দুপুর
কথা দিল রোদ্দুর
রাত পালালো বহুদূর
জোনাকির পাহারায় এসেছি মন পাড়ায়
মেঘ পিয়নে সেজেছি আবার
ভালোবাসা দিবি বল উপহার
স্মৃতির মিছিল ছড়ালো আবিল
কিছু মিথ্যে হাসির আবদার
ভালোবাসা দিবি উপহার
দেখো বৃষ্টির ওড়না ওই সুদূর
খুব দুপুর
তাই কথা দিল রোদ্দুর
রাত পালালো বহুদূর
আলতো চোখে ঝাপসা ঘুমের শহর
ডাক পাঠালো মন খারাপি গান
আলগা ধূসর অভিমান
আলতো চোখে ঝাপসা ঘুমের শহর
ডাক পাঠালো মন খারাপি গান
আলগা ধূসর অভিমান
কথা জমুক ইচ্ছে নদীর ঠিকানায়
খুব প্রিয় রোদেলা বাহানায়
সব ভুল ভালোবাসা মিথ্যে বাহার
তবু কথা দিল রোদ্দুর
রাত পালালো বহুদূর
কথা দিল রোদ্দুর
রাত পালালো বহুদূর
কথা দিল রোদ্দুর
রাত পালালো বহুদূর
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя