আমার বুকে আগুন জ্বেলে (জ্বেলে)
বলো এবার কে কী পেলে? (পেলে)
আমি হাড়গিলে খিদে পেলে (পেলে)
রাতে করি চুরি, দিদিদিদিদি দিদিদিদিদি-দিনে জ্বেলে
ও দিনে জ্বেলে
বুঝেছি তোর এ ষড়যন্ত্র (বুঝেছি তোর এ ষড়যন্ত্র)
পাগলে যাওয়ার এ মহামন্ত্র (পাগলে যাওয়ার এ মহামন্ত্র)
রাতের বেলায় সেধে তন্ত্র (রাতের বেলায় সেধে তন্ত্র)
বিস্ফোরিত আমার হৃদযন্ত্র
ধর ধর চেপে ধর, তোর চরিত্র নষ্ট কর
মর-মর ডুবে মর, তোর থুথুতেই ডুবে মর
পোড়া বুক খোঁজে সুখ, তোর কীসের অসুখ?
খাবি লাথ, পাবি ভাত, এটা জেনেও বেচেঁ থাক
ধ-ধ-ধ-ধ-ধর
মর-মর
পোড়া বুক
খাবি লাথ, এটা জেনেও বেচেঁ থাক (oh yeah)
বাড়ছে খিদে আমার মগজে (বাড়ছে খিদে আমার মগজে)
জবানবন্দি কলম-কাগজে (কাগজে)
আমার কবিতা বৃষ্টি ভেজে
বন্দি খাঁচায় joker সেজে (সেজে, সেজে-)
ও joker সেজে (সেজে, সেজে-)
বাড়ছে শেয়াল ছদ্মবেশে (নী-নী-নী)
নীল জমি লালে লালে মেশে
জরুরি অবস্থা আমার দেশে
পড়ে আছে শূন্য অবশেষে
ধর ধর চেপে ধর, তোর চরিত্র নষ্ট কর
মর-মর ডুবে মর, তোর থুথুতেই ডুবে মর
পোড়া বুক খোঁজে সুখ, তোর কীসের অসুখ
খাবি লাথ, পাবি ভাত, এটা জেনেও বেচেঁ থাক
ধ-ধ-ধ-ধ-ধর
মর-মর
পোড়া বুক
খাবি লাথ, এটা জেনেও বেচেঁ থাক
চেপে ধর
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя