Kishore Kumar Hits

Prithibi - Nishiddho Porowana - Reincarnation Version текст песни

Исполнитель: Prithibi

альбом: Nishiddho Porowana (Reincarnation Version)


রাতজাগা নারীর শোকে
দেখেছি প্রথম কালো
যৌনতা শুধু কালো রঙে সেজে রাত
দালালবৃত্তি ভালো
দেহ বিক্রির সাজানো বাগানে
ফুটেছে নতুন ফুল
পুরুষ পিতার ভুল তুমি যদিও
রুকসানা বুলবুল
তবু বাড়ে বয়েস অন্ধ গলিতে
চোখের সামনে ধর্ষিত মায়ের বুকে
এক বাটি দুধ-রুটি করছে তাড়া
তৃপ্ত দেহের চিৎকার দিচ্ছে আস্কারা
ভেঙে দাও, চিবিয়ে খাও
এই নষ্ট কাঙালপনা
নষ্ট মায়ের স্পষ্ট ভ্রূণকে
দেবো নতুন ঠিকানা
যেখানে আলো আর কালো মিশে
লাল হয়েছে এই আকাশ
সে লালে রক্তের পরিচয়
বিনিময় জারি হয়
নিষিদ্ধ পরোয়ানা

অন্ধকারের অভিশাপ কুড়োনোয়
তুমি এখনো মত্ত
বাজি রেখে দাও নিজের জরায়ু
বাঁচার এটাই শর্ত
সকাল হলে রাত নামে নিলামে
ভাঙতি পয়সা দিয়ে
খুচরো বয়েস টুকরো স্বপ্ন চোখে
বিছানায় গা এলিয়ে
তবু চলে দরদাম ভদ্রবেশীদের
ময়লা দেহের খিস্তিখেউড় চাপা হাসিতে
ভেবে খুন বাড়ে, সন্তান প্রমাদ গোনে
কী দেবে বর্ণ পরিচয় না পিতৃ-পরিচয়
ভেঙে দাও, চিবিয়ে খাও
এই নষ্ট কাঙালপনা
নষ্ট মায়ের স্পষ্ট ভ্রূণকে
দেবো নতুন ঠিকানা
যেখানে আলো আর কালো মিশে
লাল হয়েছে এই আকাশ
সে লালে রক্তের পরিচয়
বিনিময় জারি হয়
নিষিদ্ধ পরোয়ানা

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Pota

Исполнитель