লাল রঙে ভিজে ঠোঁট, সে তো লাল নয় তার গর্হিত অপরাধ আজ সে মৃতপ্রায় কোনো মৃতের চুমুতে তার বিক্ষত শরীর আজ সে আর আমার নয় ঘেন্না করে প্রতিনিয়ত ছুঁতে তোমার শরীর, বাড়ায় ক্ষত ভোগবাদী বিলাসিতায় কে গান শোনায়? ও নষ্ট পরি, তুমি আমার নও ও হৃদয়, তুমি আর উষ্ণ নও কেটেছ শিরা মৃত্যুর আশ্রয়ে নষ্টগলির অন্ধকারে আজ সম্ভোগে সারারাত তোমার উপবাস তবু কেনো পথ চেয়ে, নিজেও জানি না ছুঁতে চাই না, নষ্ট তোমায় ♪ দিয়েছিলে সাক্ষী, সে তো শাস্তির নামান্তর ভালোবেসে গেছি, বুঝিনি তোমার অন্তর খেটেছিল শরীর, লাল রঙে ভিজেছিল চাদর ক্ষত-বিক্ষত সেই আদর সতী বলে ক্ষতি নেই অগতির গতিতেই বিছিয়েছি বারুদ তোমার সারা শরীরেই পুড়িয়ে খাব তোমার এ নষ্টামিকে দেখা করব দূরে পাহাড়ে চলো যাই ফিরে আজ সেই ক্ষতিতে হাতে-হাত, ঠোঁটে-ঠোঁট লাল রঙে মিশবেই ভেজা-চোখে যখন তুমি ফিরে তাকাবে দেখবে আমিও আছি দূরে নীরবে এলোচুল শরীরের সোঁদা গন্ধে দেখা হবে তোমার-আমার