Cactus - Boro Deri текст песни
Исполнитель:
Cactus
альбом: Blah Blah Blah
বড়ো দেরি, বড়ো দেরি
বড়ো দেরি, বড়ো দেরি
♪
বড়ো দেরি হয়ে গেলো তোর সাথে দেখা হতে
বড়ো দেরি
জানবো কী করে দাঁড়িয়ে থাকবি তুই এই বাঁকে, এই পথে
বড়ো দেরি
♪
বড়ো দেরি, বড়ো দেরি
বড়ো দেরি হয়ে গেলো তোর সাথে দেখা হতে
বড়ো দেরি
জানবো কী করে দাঁড়িয়ে থাকবি তুই এই বাঁকে, এই পথে
বড়ো দেরি
♪
তবুও তো পেল বালিশের নীচে রাখা
স্যাঁতস্যাঁতে অভাববোধ কিছু উত্তাপ
চোখের ভিতর চোখ, আরও গভীরে জল
করে টলটল আমার ছায়া নিষ্পাপ
শান্ত বিকেলে মেঘ করে এলে
ধুলোঝড় আবেগেরই
ক্লান্ত বিকেলে যদি ডাক দিলে
আদরের সাঁঝ ফেরি
বড়ো দেরি, বড়ো দেরি
বড়ো দেরি, বড়ো দেরি
♪
আগের বাঁকগুলো থেকে নিয়েছি কুড়িয়ে
Thermometer, SIM card, শংসাপত্র
গতানুগতিক সময় গিয়েছে বুড়িয়ে
সোনার হরিণ ভুলে নিরাপদ শর্ত
শান্ত বিকেলে মেঘ করে এলে
ধুলোঝড় আবেগেরই
ক্লান্ত বিকেলে যদি ডাক দিলে
আদরের সাঁঝ ফেরি
বড়ো দেরি, বড়ো দেরি
বড়ো দেরি, বড়ো দেরি
বড়ো দেরি, বড়ো দেরি
বড়ো দেরি, বড়ো দেরি
বড়ো দেরি, বড়ো দেরি
বড়ো দেরি, বড়ো দেরি
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя