Kishore Kumar Hits

Srikanta Acharya - Jete Jete Ekla Pothe текст песни

Исполнитель: Srikanta Acharya

альбом: Jete Jete Ekla Pothe


যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
ঝড় এসেছে, ওরে, ওরে
ঝড় এসেছে, ওরে
এবার ঝড়কে পেলেম সাথি
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
আকাশ কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে
প্রলয় আমার কেশে বেশে
করছে মাতামাতি
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
যে পথ দিয়ে যেতেছিলেম
ভুলিয়ে দিল তারে
আবার কোথা চলতে হবে
গভীর অন্ধকারে
বুঝি বা এই বজ্ররবে
নূতন পথের বার্তা কবে
কোন পুরীতে গিয়ে তবে
প্রভাত হবে রাতি
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি
ঝড় এসেছে, ওরে, ওরে
ঝড় এসেছে, ওরে
এবার ঝড়কে পেলেম সাথি
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Jhor

2023 · альбом

Похожие исполнители