Winning - Keno Jani текст песни
Исполнитель:
Winning
альбом: Sharing the memories from Canada
কেনো জানি মেঘের আলাপন
আজ সহসা
কেনো জানি ভোরে এই দুনয়ন
এলো বরষা
কেনো জানি শুধু মনে পরে
আজ তোমায়
আলো আঁধারি ঢাকা পথে
তুমি কোথায়
কেনো জানি মেঘের আলাপন
আজ সহসা
কেনো জানি ভোরে এই দুনয়ন
এলো বরষা
মনেরই সীমানায়
তুমি বারবার ছুঁয়ে যাও
নিয়ে যাও দূরে কোথাও
মন আলোয় ভরে যায়
মিশে যায় চেতনা
কোন দূর ভালোবাসায়
কেনো জানি মেঘের আলাপন
আজ সহসা
কেনো জানি ভোরে এই দুনয়ন
এলো বরষা
আজ আমি একাকী
শুধু বারবার খুঁজে ফিরি
তোমারই সেই স্মৃতি
সেই আলোয় ভরা ছবি
কেটে যাবে পরশে
মনের কুয়াশা
কেনো জানি মেঘের আলাপন
আজ সহসা
কেনো জানি ভোরে এই দুনয়ন
এলো বরষা
কেনো জানি শুধু মনে পরে
আজ তোমায়
আলো আঁধারি ঢাকা পথে
তুমি কোথায়
কেনো জানি মেঘের আলাপন
আজ সহসা
কেনো জানি ভোরে এই দুনয়ন
এলো বরষা
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя