Kishore Kumar Hits

Armeen Musa - Arek Rokom Raat текст песни

Исполнитель: Armeen Musa

альбом: Simultaneously


তখন ছিল অন্যরকম রাত
তখন আমার অবাক জেগে থাকা
তখন ছিল অন্যরকম রাত
তখন আমার অবাক জেগে থাকা
এখন আছে আরেকরকম রাত
এখন শুধু দু'চোখ বুজে রাখা

অনেক কথা বলার ছিল কারো
অনেক রাত জাগার ভালোবাসা
অনেক কথা বলার ছিল কারো
অনেক রাত জাগার ভালোবাসা
এখন চুপ-কথার মানে খুঁজে
মিছিমিছি স্বপ্ন নীলে ভাসা

তুমি বুঝি একলা বসে ভাবো
অন্যরকম রাতের যত কথা
কথার পিঠে কথা গর্জে খালি
ঘুমের ঘোরে ডুবছে জটিলতা

আমি এখন তুমুলভাবে বাঁচি
ভুলের ঘোরে ভাসাই তোমায় রোজ
আমি এখন তুমুলভাবে বাঁচি
ভুলের ঘোরে ভাসাই তোমায় রোজ
এখন আমার নতুন কোনো ভোরে
একলা থাকা ভালোবাসার খোঁজ
ভালোবাসার খোঁজ
ভালোবাসার, ভালোবাসার খোঁজ

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Arnob

Исполнитель

Fuad

Исполнитель

Punam

Исполнитель

Khiyo

Исполнитель