বহুদিন বেদনাতে বহুদিন অন্ধকারে একা আমার একলা পাখি কার সাথে সন্ধি করে, কার সাথে ফন্দি করে বোকা কেউ জানে না নাকি? এই শহর, এই নগর-তেপান্তর ঘুরে কার পাখি কোথায় যাও বাতাসে উড়ে মন তোমার একলা কোথায় চলে, ও পাখি? মন তোমার একলা কোথায় চলে? সে কি আমার কথা বলে? সে কি আমার কথা বলে? বহুদিন বেদনাতে বহুদিন অন্ধকারে একা আমার একলা পাখি ♪ হয় ভালোবাসা নয় বন্ধুতা পাখি শুনেনি কোনো কথা জোছনাবিলাসীর মুগ্ধতা দিনেরাতে সন্ন্যাস কাটে না মন তোমার একলা কোথায় চলে, ও পাখি? মন তোমার একলা কোথায় চলে? সে কি আমার কথা বলে? সে কি আমার কথা বলে? ♪ দুয়ার খোলা এই বাতাসে খুঁজি পাখিরই অভিমান শূন্য হবার এই গানে পাখি আসে না, ফিরে আসে না মন তোমার একলা কোথায় চলে, ও পাখি? মন তোমার একলা কোথায় চলে? সে কি আমার কথা বলে? সে কি আমার কথা বলে? বহুদিন বেদনাতে বহুদিন অন্ধকারে একা আমার একলা পাখি কার সাথে সন্ধি করে, কার সাথে ফন্দি করে বোকা কেউ জানে না নাকি? এই শহর, এই নগর-তেপান্তর ঘুরে কার পাখি কোথায় যাও বাতাসে উড়ে মন তোমার একলা কোথায় চলে, ও পাখি? মন তোমার একলা কোথায় চলে? সে কি আমার কথা বলে? সে কি আমার কথা বলে? মন তোমার একলা কোথায় চলে, ও পাখি? মন তোমার একলা কোথায় চলে? মন তোমার একলা কোথায় চলে, ও পাখি? মন তোমার একলা কোথায় চলে? মন তোমার একলা কোথায় চলে, ও পাখি? মন তোমার একলা কোথায় চলে? মন তোমার একলা কোথায় চলে, ও পাখি?