Bari Siddiqui - Premer Ghuri текст песни
Исполнитель:
Bari Siddiqui
альбом: Premer Ghuri
প্রেমের ঘুড়ি বিন বাতাসে উড়ে
পাগল মন রে, মন রে
প্রেমের ঘুড়ি বিন বাতাসে উড়ে
কল-কৌশলে বানায় ঘুড়ি
কল-কৌশলে বানায় ঘুড়ি
দুইজন কারিগরে
হায় রে, দুইজন কারিগরে
পাগল মন রে, মন রে
প্রেমের ঘুড়ি বিন বাতাসে উড়ে
পাগল মন রে
প্রেমের ঘুড়ি বিন বাতাসে উড়ে
♪
দেখো কী চমৎকার করে
বান্ধিয়া মায়ারই ডোরে
দেখো কী চমৎকার করে
বান্ধিয়া মায়ারই ডোরে
আলেক সাঁই ধরছে লাটাই
আলেক সাঁই ধরছে লাটাই
বইসা মণিপুরে
পাগল মন রে
প্রেমের ঘুড়ি বিন বাতাসে উড়ে
পাগল মন রে, মন রে
প্রেমের ঘুড়ি বিন বাতাসে উড়ে
♪
ঘুড্ডির ছাউনি শক্ত অতি
ঝড়-তুফানে হয় না ক্ষতি
ঘুড়ির ছাউনি শক্ত অতি
ঝড়-তুফানে হয় না ক্ষতি
উড়ছে ঘুড়ি দিবারাতি
উড়ছে ঘুড়ি দিবারাতি
নগরে বন্দরে
পাগল মন রে
প্রেমের ঘুড়ি বিন বাতাসে উড়ে
পাগল মন রে
প্রেমের ঘুড়ি বিন বাতাসে উড়ে
কল-কৌশলে বানায় ঘুড়ি
কল-কৌশলে বানায় ঘুড়ি
দুইজন কারিগরে
হায় রে, দুইজন কারিগরে
পাগল মন রে, মন রে
প্রেমের ঘুড়ি বিন বাতাসে উড়ে
প্রেমের ঘুড়ি বিন বাতাসে উড়ে
প্রেমের ঘুড়ি বিন বাতাসে উড়ে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя