এ দেশেতে, কেউ নয় আপন আর, সকলই তোমার অচেনা... ধীরে ধীরে বেয়ে যাও তরী তীরে ফিরাইও না, ধীরে ধীরে বেয়ে যাও তরী তীরে বাঁধিও না। অনন্ত আকাশে আলোটি ভাসে, মৃদু মৃদু পবনে যায় যে মিশে; আমি, জানাই তোমারে যেতে হবে পাড়ে, বসিয়া থাকিলে আর চলিবে না... ধীরে ধীরে বেয়ে যাও তরী তীরে বেঁধ না। কতো দূর দেশে যেতে হবে তোমার, হেথায় বাঁধিলে তরী, সকলই অশার; ভাবিয়া, সব গেলো যে চলিয়া, আমার তরে কেউ আর রইলো না... ধীরে ধীরে বেয়ে যাও তরী তীরে বেঁধ না। কত শত প্রলোভন গ্রাসিতে আসে, হেথায় বসিয়া থাকিতে চাও, কেমন সাহসে? জ্বালাও তরণী, সুন্দর তটিনি, এখনও বাইলে তোমায় কেউ বাঁধা দেবে না... ধীরে ধীরে বেয়ে যাও তরী তীরে বেঁধ না। মহা আনন্দে ভবা, ধরিয়া পাড়ি। মাঝে আসিয়া তার ভেঙে গেলো তরী। আমি জানিনা সাঁতার, কি উপায় আমার? দম সামর্থ্য তাও নাই মোর জানা... ধীরে ধীরে বেয়ে যাও তরী তীরে বেঁধ না।