Khiyo - Nishi Raat текст песни
Исполнитель:
Khiyo
альбом: Khiyo
নিশি রাত - বাঁকা চাঁদ আকাশে,
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে-এ বাতাসে-এ,
নিশি রাত - বাঁকা চাঁদ আকাশে,
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে-এ বাতাসে-এ,
নিশি রাত।
ভাংগা ঘরে দুদিনেরই খেলা ঘর,
হোক ভাংগা, তবু এলো জোসনা,
ভাংগা ঘরে দুদিনেরই খেলা ঘর,
হোক ভাংগা, তবু এলো জোসনা,
ফুলে ফুলে ছেয়েগেলো বালুচর,
স্বপ্ন বাসর গড়িয়ে কাছে তার।
এ জীবনে যতটুকু চেয়েছি
মন বলে তার বেশি পেয়েছি, পেয়েছি-ই,
নিশি রাত - বাঁকা চাঁদ আকাশে,
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে-এ, বাতাসে-এ,
নিশি রাত।
জীবনেরও পথে পথে চলিতে,
যতো আশা গিয়ে ছিলো ফুরায়ে,
জীবনেরও পথে পথে চলিতে,
যতো আশা গিয়ে ছিলো ফুরায়ে,
গজমতি হার যেনো ধুলায়ে,
ভিখারীনি পেলো আজ-ই কুড়ায়ে।
এ জীবনে যতটুকু চেয়েছি
মন বলে তার বেশি পেয়েছি, পেয়েছি-ই,
নিশি রাত - বাঁকা চাঁদ আকাশে,
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে-এ, বাতাসে-এ,
নিশি রাত - বাঁকা চাঁদ আকাশে।
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя