Khiyo - Doyal Tomaro Lagiya текст песни
Исполнитель:
Khiyo
альбом: Khiyo
দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো
দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তুমি কোনবা দ্যাশে রইলা রে দয়াল চাঁদ
দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো
দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো
আমি সঁইপা দিবো আমার মন প্রাণ
আমি সঁইপা দিবো আমার মন প্রাণ
তুমি কোনবা দ্যাশে রইলা রে দয়াল চাঁদ
♪
দয়াল তোমার লাগিয়া দ্যাশে না বৈদ্যাশে
দয়াল তোমার লাগিয়া দ্যাশে না বৈদ্যাশে
আমি পাইতাছি পিরিতির ফল
আমি পাইতাছি পিরিতির ফল
তুমি কোনবা দ্যাশে রইলা রে দয়াল চাঁদ
যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে
যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে
তুমি সেই মতে উড়াইলা আমার প্রাণ
তুমি সেই মতে উড়াইলা আমার প্রাণ
তুমি কোনবা দ্যাশে রইলা রে দয়াল চাঁদ
তুমি কোনবা দ্যাশে রইলা রে দয়াল চাঁদ
তুমি কোনবা দ্যাশে রইলা রে দয়াল চাঁদ
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя