Kishore Kumar Hits

Sohan Rahman - Keno Roder Moto Hashle Na текст песни

Исполнитель: Sohan Rahman

альбом: Keno Roder Moto Hashle Na


কেন রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না
আমার কাছে দিন ফুরালেও আসলে না
এই মন কেমনের জন্মদিন
চুপ করে থাকা কঠিন
তোমার কাছে খরস্রোতাও গতিহীন
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই
শুধু আমারই
রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না
আমার কাছে দিন ফুরালেও আসলে না

জলে ভেজা, চোখ বোজা
ঘুম খোঁজা ভোর
নিশানা তীর, স্মৃতির ভিড়
এলোমেলো ঘরদোর
মেঘ আসে এলোকেশে
ছুঁয়ে দিলেই সব চুপ
সেই মেঘবালিকার গল্প হোক
শহরজুড়ে বৃষ্টি হোক
রোদ্দুর হোক আজ শুধুই তার ডাকনাম
পাতাভরা শব্দ টুকরোরা
কালবৈশাখীর মতো মুখচোরা
সব ভিজে যাক, তবু বেঁচে থাক অভিমান
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই
রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না
আমার কাছে দিন ফুরালেও আসলে না

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители