কেন রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না আমার কাছে দিন ফুরালেও আসলে না এই মন কেমনের জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাছে খরস্রোতাও গতিহীন নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই শুধু আমারই রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না আমার কাছে দিন ফুরালেও আসলে না ♪ জলে ভেজা, চোখ বোজা ঘুম খোঁজা ভোর নিশানা তীর, স্মৃতির ভিড় এলোমেলো ঘরদোর মেঘ আসে এলোকেশে ছুঁয়ে দিলেই সব চুপ সেই মেঘবালিকার গল্প হোক শহরজুড়ে বৃষ্টি হোক রোদ্দুর হোক আজ শুধুই তার ডাকনাম পাতাভরা শব্দ টুকরোরা কালবৈশাখীর মতো মুখচোরা সব ভিজে যাক, তবু বেঁচে থাক অভিমান নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই শুধু আমারই রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না আমার কাছে দিন ফুরালেও আসলে না