বিপরীতে দুটো পথ হঠাত নেই পিছুটান,
চেনা সুরে উঠলো বেজে অচেনা এক গান।
বিপরীতে দুটো পথ হঠাত নেই পিছুটান,
চেনা সুরে উঠলো বেজে অচেনা এক গান।
ছিলো কতো ভালো বাসা বাসি,
অভিলাষে পূর্ণ ছিলো কান্না হাসি।
তুমি নেই আমার কল্পনায়, জানিনা হারালে আড়ালে কোথায়।
তুমি নেই নেই আমার প্রার্থনায়, বোকা মন তবু তোমায় খুজে যায়।
স্তব্ধতায় ঘীরেছে চারিপাশ,
ধুসর মেঘে ছেয়েছে আকাশ।
রঙিন স্বপ্নগুলো হারিয়ে পথ,
আজও খুজে তোমারই আশ্রয়।
ভালবাসার সব গল্প গুলো কেন এমনই হয়?
স্মৃতি গুলো বুকে নিয়ে ভালো থাকার অভিনয়।
ফিরবে না জানি, কোনও কারণ নেই তোমার,
আমি কোথায়? তুমি কোথায়? তুমি আমার প্রার্থণায়।
তুমি নেই আমার কল্পনায়, জানিনা হারালে আড়ালে কোথায়।
তুমি নেই নেই আমার প্রার্থনায়, বোকা মন তবু তোমায় খুজে যায়।
তুমি নেই আমার কল্পনায়, জানিনা হারালে আড়ালে কোথায়।
তুমি নেই নেই আমার প্রার্থনায়, বোকা মন তবু তোমায় খুজে যায়।
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя