Ajob Band - Bolo Shorup текст песни
Исполнитель:
Ajob Band
альбом: Hajar Bhuter Rajar Doya
আর কি রে সঙ্গ পাবো মনেরই স্বাদ মিটাইবো,
আর কি রে সঙ্গ পাবো মনেরই স্বাদ মিটাইবো,
পরমও আনন্দে রবো,
পরমও আনন্দে রবো,
আহ্ মরি
বলো স্বরূপ কোথায় আমার সাঁধের পিয়ারী।
বলো স্বরূপ কোথায় আমার সাঁধের পিয়ারী।
রামানন্দ দর্শনে পূর্ব ভাব উদয় মনে,
রামানন্দ দর্শনে পূর্ব ভাব উদয় মনে,
যাবো আমি কার বা সনে,
যাবো আমি কার বা সনে,
আহ্ মরি
বলো স্বরূপ কোথায় আমার সাঁধের পিয়ারী।
গৌরঙ্গ এই দিনে বলে, আকুল হলাম তিলে তিলে,
গৌরঙ্গ এই দিনে বলে, আকুল হলাম তিলে তিলে,
লালন বলে প্রোজলিলে,
লালন বলে প্রোজলিলে,
কি মাধুরী,
বলো স্বরূপ কোথায় আমার সাঁধের পিয়ারী।
বলো স্বরূপ কোথায় আমার সাঁধের পিয়ারী।
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя