তব, চরণ-নিম্নে, উৎসবময়ী শ্যাম-ধরণী সরসা
তব, চরণ-নিম্নে, উৎসবময়ী শ্যাম-ধরণী সরসা
ঊর্দ্ধে চাহ, অগণিত মণি রঞ্জিত নভো-নীলাঞ্চলা
সৌম্য-মধুর-দিব্যাঙ্গনা, শান্ত-কুশল-দরশা
শ্যাম-ধরণী সরসা
তব, চরণ-নিম্নে, উৎসবময়ী শ্যাম-ধরণী সরসা
INSTRUMENTAL
দূরে হের চন্দ্র-কিরণ - উদ্ভাসিত গঙ্গা
নৃত্য-পুলক-গীতি-মুখর কলুষহর-তরঙ্গা
ধায় মত্ত-হরষে সাগরপদ-পরশে
কূলে কূলে করি' পরিবেশন মঙ্গলময় বরষা
শ্যাম-ধরণী সরসা
তব, চরণ-নিম্নে, উৎসবময়ী শ্যাম-ধরণী সরসা
INSTRUMENTAL
ফিরে দিশি দিশি মলয় মন্দ, কুসুম-গন্ধ বহিয়া
আর্যগরিমা-কীর্তিকাহিনী মুগ্ধ জগতে কহিয়া
হাসিছে দিগ্ বালিকা, কন্ঠে বিজয়মালিকা
নবজীবন-পুষ্পবৃষ্টি করিছে পুণ্য-হরষা
শ্যাম-ধরণী সরসা
তব, চরণ-নিম্নে, উৎসবময়ী শ্যাম-ধরণী সরসা
INSTRUMENTAL
ঐ হের, স্নিগ্ধ সবিতা উদিছে পূরব-গগনে
কান্তোজ্জ্বল কিরণ বিতরি', ডাকিছে সুপ্তি-মগনে
নিদ্রালস-নয়নে, এখনো রবে কি শয়নে?
জাগাও, বিশ্ব পুলক-পরশে, বক্ষে তরুণ ভরসা
শ্যাম-ধরণী সরসা
তব, চরণ-নিম্নে, উৎসবময়ী শ্যাম-ধরণী সরসা
ঊর্দ্ধে চাহ, অগণিত মণি রঞ্জিত নভো-নীলাঞ্চলা
সৌম্য-মধুর-দিব্যাঙ্গনা, শান্ত-কুশল-দরশা
শ্যাম-ধরণী সরসা
তব, চরণ-নিম্নে, উৎসবময়ী শ্যাম-ধরণী সরসা
তব, চরণ-নিম্নে, উৎসবময়ী শ্যাম-ধরণী সরসা
Поcмотреть все песни артиста