Kishore Kumar Hits

Arundhati Holme Chowdhury - Ashrunadir Sudur Pare - Original текст песни

Исполнитель: Arundhati Holme Chowdhury

альбом: Aamar Mukti (Original)


অশ্রুনদীর সুদূর পারে
ঘাট দেখা যায় তোমার দ্বারে
অশ্রুনদীর সুদূর পারে
ঘাট দেখা যায় তোমার দ্বারে
অশ্রুনদীর-

নিজের হাতে নিজে বাঁধা
ঘরে আধা বাইরে আধা
এবার ভাসাই সন্ধ্যাহাওয়ায় আপনারে
অশ্রুনদীর-

কাটল বেলা হাটের দিনে
লোকের কথার বোঝা কিনে
কথার সে ভার নামা রে মন
নীরব হয়ে শোন দেখি শোন
পারের হাওয়ায় গান বাজে কোন বীণার তারে
অশ্রুনদীর সুদূর পারে
ঘাট দেখা যায় তোমার দ্বারে
অশ্রুনদীর-

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители