অমাবস্যার ঘুটঘুটে কালো আঁধার রাতে পান্ত ভূতের শান্ত ছানারা মজায় মাতে ডিগবাজি খায় ল্যাংচায়, এ ওকে মুখ ভ্যাংচায় চিংড়ি চাঁদা চ্যাংচায়, গাল ফোলা কোলাব্যাঙ চায় হাঁস মুরগির ঠ্যাং চায়, বাজনা ড্যাড্যাং-ড্যাং চায় আর কী কী চায়? আর কী কী খায়, জানো? লিখতে চাও তো pen-খাতা সব আনো শুঁয়োপোকার শুক্তো খেলেই মেলে সুখ তো কাঁকড়া-বিছে ভাজা গরমাগরম তাজা পঁচা পেঁচার পায়েস খায় করে খুব আয়েশ আর কী কী খায়? আর কী কী চায়? শোনো ছয়-সাত-আট আঙ্গুলের গাঁট গোনো ইঁদুর-ছুঁচোর ছেঁচকি চাই পুরো পাঁচ ডেচকি ঘেউ-ঘেউ-ঘ্যাঁট ঘন্ট খেলে খাসা হয় কন্ঠ মিউমিউ curry কালিয়া, চেটেপুটে সব खा लिया খেয়েদেয়ে ওরা মার কাছে ঘরে শুয়ে কি পড়ে? না, না, না, না, না, না, না, না আছে ঠিক জানা ওরা কি করে রয় না মায়ের কোলে, গাছের ডালেই ঝোলে Breakdance দেয় দোলে, খুশির তোফান তোলে যখন ঘুমে ঢোলে যে যার মুন্ডু খোলে মুন্ডু কোলেতে শুয়ে পড়ে গিয়ে মায়ের কাছে পান্ত ভূতের শান্ত ছানারা ভালোই আছে