Firoza Begum - Mora Ar Jonome текст песни
Исполнитель:
Firoza Begum
альбом: Anjali Laho Mor
মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে
মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
তমাল তরুর চাঁপা লতার মতো
জড়িয়ে কত জনম হল গত
তমাল তরুর চাঁপা লতার মতো
জড়িয়ে কত জনম হল গত
সেই বাঁধনের চিহ্ন আজো জাগে
জাগে হিয়ার থরে থরে
মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদ কেন
বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদ কেন
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
চিরতরে হল ছাড়াছাড়ি
নিঠুর ব্যাধের স্বরে
মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে
মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя