Firoza Begum - Moner Rang Legechhe текст песни
Исполнитель:
Firoza Begum
альбом: Feroza Begum - Evergreen Nazrul Geeti Hits
মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে
রঙের ঘোর জেগেছে পারুল কনক-চাঁপার চোখে
মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে
রঙের ঘোর জেগেছে পারুল কনক-চাঁপার চোখে
♪
মুহু মুহু বোলে কুহু কুহু কোয়েলা
মুকলিত আমের ডালে
গাল রেখে ফুলের গালে
মুহু মুহু বোলে কুহু কুহু কোয়েলা
মুকলিত আমের ডালে
গাল রেখে ফুলের গালে
দোয়েলা দোল দিয়ে যায়
দোয়েলা দোল দিয়ে যায়
ডালিম ফুলের নব-কোরকে
মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে
রঙের ঘোর জেগেছে পারুল কনক-চাঁপার চোখে
♪
ফুলের পরাগ ফাগের রেণু ঝুরু ঝুরু ঝরিছে গায়ে
ঝিরি ঝিরি চৈতী বায়ে
ফুলের পরাগ ফাগের রেণু ঝুরু ঝুরু ঝরিছে গায়ে
ঝিরি ঝিরি চৈতী বায়ে
বকুল বনে ঝিমায়
বকুল বনে ঝিমায় মধুপ মদির নেশার ঝোঁকে
মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে
রঙের ঘোর জেগেছে পারুল কনক-চাঁপার চোখে
♪
হরিত বনে হরষিত মনে হোরির হররা জাগে
রঙিলা অনুরাগে
হরিত বনে হরষিত মনে হোরির হররা জাগে
রঙিলা অনুরাগে
নতুন প্রণয়-সাধ
নতুন প্রণয়-সাধ জাগে চাঁদের রাঙা আলোকে
মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে
রঙের ঘোর জেগেছে পারুল কনক-চাঁপার চোখে
মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে
মনের রঙ লেগেছে
মনের রঙ লেগেছে
মনের রঙ লেগেছে
মনের রঙ লেগেছে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя