Paban Das Baul - Pagla Ghora текст песни
Исполнитель:
Paban Das Baul
альбом: Music of the Honey Gatherers
আমার পাগলা ঘোড়ারে...
কই থাইকা কই লইয়া যাস...?
ও আমার পাগলা ঘোড়ারে...
কই থাইকা কই লইয়া যাস...?
যখন-তখন আমারে দিয়া কাটাইয়া নেস ঘাস, আমার
পাগলা ঘোড়ারে...
কই থাইকা কই লইয়া যাস...?
ও আমার পাগলা ঘোড়ারে...
কই থাইকা কই লইয়া যাস...?
আদর-সোহাগ কইরা শিকল, দিয়া আমার পায়ে
ডাইনে যাওয়ার কথা থাকলেও, তুই নিয়া যাস বাঁয়ে
ওওওওওও...
আদর-সোহাগ কইরা শিকল, দিয়া আমার পায়ে
ডাইনে যাওয়ার কথা থাকলেও, তুই নিয়া যাস বাঁয়ে
তোর আচরণ প্রভুর মতোন, আমি ক্রীতদাস... আমার
পাগলা ঘোড়ারে...
কই থাইকা কই লইয়া যাস...
ও আমার পাগলা ঘোড়ারে...
কই থাইকা কই লইয়া যাস...?
আমি খুঁজি আলোর বাগান, তুই নেস অন্ধকারে
আমি যারে ভালো বলি, তুই কস মন্দ তারে
ওওওওওও...
আমি খুঁজি আলোর বাগান, তুই নেস অন্ধকারে
আমি যারে ভালো বলি, তুই কস মন্দ তারে
আমারে দেস ঝড়ো হাওয়া, তুই নেস সুবাতাস... আমার
পাগলা ঘোড়ারে...
কই থাইকা কই লইয়া যাস...
ও আমার পাগলা ঘোড়ারে...
কই থাইকা কই লইয়া যাস...?
যখন-তখন আমারে দিয়া কাটাইয়া নেস ঘাস, আমার
পাগলা ঘোড়ারে...
কই থাইকা কই লইয়া যাস...?
ও আমার পাগলা ঘোড়ারে...
কই থাইকা লইয়া নিয়া যাস...?
পাগলা ঘোড়ারে এ এ এ এ...
পাগলা ঘোড়ারে এ এ এ এ...
আমার পাগলা ঘোড়ারে...
কই থাইকা লইয়া নিয়া যাস...?
ও আমার পাগলা ঘোড়ারে...
কই থাইকা লইয়া নিয়া যাস...?
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя