দেয়ালে পিঠ ঠেকে যাক আগুনে আজ আমি সব কিছু পোড়াবো... প্রয়োজন নেই আর কোনও আশুতির আজ আমি সব তোকে ভোলাবো... দেয়ালে পিঠ ঠেকে যাক আগুনে আজ আমি সব কিছু পোড়াবো... প্রয়োজন নেই আর কোনও আশুতির আজ আমি সব তোকে ভোলাবো... তোর পুড়ে খাক হয়ে যাওয়া নিঃশ্বাসে বেঁচে আছে আজও বারুদের গন্ধটা তোর একা পেলে ছুটে যাওয়া ভিড় বাসে... তোর পুড়ে খাক হয়ে যাওয়া নিঃশ্বাসে বেঁচে আছে আজও বারুদের গন্ধটা... তোর একা পেলে ছুটে যাওয়া ভিড় বাসে চেটে দেখ লিপস্টিক আজও রঙ চটা... সেই রঙ চটা স্বপ্নের দেওয়ালটা আজ তুই ভাঙতে থাক... মায়াবী কোনও অজুহাতে আজ সব কিছুই বদলে যাক... বিপন্ন নাবিকের হাত দুটো তুই আজ ছেড়ে দে... কম্পাস তুলে দিয়ে হাতে বলে দে উত্তর খুঁজে নে, ও ও হো... দেয়ালে পিঠ ঠেকে যাক আগুনে আজ আমি সব কিছু পোড়াবো... প্রয়োজন নেই আর কোনও আশুতির আজ আমি সব কিছু ভোলাবো... তোর পুড়ে খাক হয়ে যাওয়া নিঃশ্বাসে বেঁচে আছে আজও বারুদের গন্ধটা তোর একা পেলে ছুটে যাওয়া ভিড় বাসে... তোর পুড়ে খাক হয়ে যাওয়া নিঃশ্বাসে বেঁচে আছে আজও বারুদের গন্ধটা... তোর একা পেলে ছুটে যাওয়া ভিড় বাসে চেটে দেখ লিপস্টিক আজও রঙ চটা... সেই রঙ চটা স্বপ্নের দেওয়ালটা আজ তুই ভাঙতে থাক... মায়াবী কোনও অজুহাতে আজ সব কিছুই বদলে যাক... বিপন্ন নাবিকের হাত দুটো তুই আজ ছেড়ে দে... কম্পাস তুলে দিয়ে হাতে বলে দে উত্তর খুঁজে নে... যাওয়া, ফিরে ফিরে যাওয়া ঘরে ফেরার গানে ফেরার টানেই ফিরে যাওয়া... যাওয়া, ফিরে ফিরে যাওয়া ঘরে ফেরার গানে ফেরার টানেই ফিরে যাওয়া... পথ চেনা ভুল নাকি নিজেকে ভুলে... নাকি একা ছিলও মন শুধু তোমাকে ঘিরে... চেনা ছিলও ভিড় নাকি একা ছিলও প্রান... জানা অজানা মাঝে না ছিলও ব্যাবধান... যাওয়া, ফিরে ফিরে যাওয়া ঘরে ফেরার গানে ফেরার টানেই ফিরে যাওয়া... ও ও ও হো...