Chorus - Bajromanik Diye Gatha текст песни
Исполнитель:
Chorus
альбом: Bajromanik Diye Gatha
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা
তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা
♪
তোমার মন্ত্রবলে পাষাণ গলে, ফসল ফলে
তোমার মন্ত্রবলে পাষাণ গলে, ফসল ফলে
মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা
♪
মরোমরো পাতায় পাতায় ঝরোঝরো বারির রবে
গুরুগুরু মেঘের মাদল বাজে তোমার কী উৎসবে
মরোমরো পাতায় পাতায় ঝরোঝরো বারির রবে
গুরুগুরু মেঘের মাদল বাজে তোমার কী উৎসবে
সবুজ সুধার ধারায় প্রাণ এনে দাও তপ্ত ধারায়
সবুজ সুধার ধারায় প্রাণ এনে দাও তপ্ত ধারায়
বামে রাখ ভয়ঙ্করী বন্যা মরণ-ঢালা
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা
তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা
বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя