এইবার রবীন্দ্রনাথের একটা original বাংলা গান দিয়ে আরম্ভ এই গানটার একটা ফরাসি ভাষায় অনুবাদ করা হইসে সেটাও আমি record করে দেই বুজলা? ♪ চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে ♪ তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে থাক্ তবে সেই কেবল খেলা হোক-না এখন প্রাণের মেলা থাক্ তবে সেই কেবল খেলা হোক-না এখন প্রাণের মেলা তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে En lumière de mes yeux J'avais vu le monde En lumière de mes yeux J'avais vu le monde Au jour, pourquoi Quand il n'y a pas de lumière En lumière de mes yeux J'avais vu le monde? ♪ Mon cœur était plein d'étoiles Toi, mère-monde Quand tu étais contre le monde Mon cœur était plein d'étoiles Toi, mère-monde Maintenant tes lumières? J'ai mon cœur à toi En lumière, de mes yeux J'avais vu le monde J'avais joué avec toi Dans ma chambre à jouets Mais la poupée, dommage Écrasée par l'orage J'avais joué avec toi Dans ma chambre à jouets Mais la poupée, dommage Écrasée par l'orage Alors j'allais à la poubelle Alors j'allais à la Le pont de billes Lit, le cœur de ta prison Je chante mon cœur En lumière de mes yeux J'avais vu le monde En lumière, de mes yeux J'avais vu le monde Au jour, pourquoi Quand il n'y a pas de lumière En lumière, de mes yeux J'avais vu le monde?