কী দিয়ে পূজিব বলো, কী আছে আমার? কী দিয়ে পূজিব বলো, কী আছে আমার? প্রেম ফুলে পূজিলে নাকি পূজা হয় তোমার ওই প্রেম ফুলে পূজিলে নাকি পূজা হয় তোমার কী দিয়ে পূজিব বলো, কী আছে আমার? ♪ তুলসী আর গঙ্গাজলে পূজিলে কি তোমায় মিলে? তুলসী আর গঙ্গাজলে পূজিলে কি তোমায় মিলে? তুলসী আর গঙ্গাজলে পূজিলে কি তোমায় মিলে? নয়নজলে না ধোয়ালে চরণ তোমার ওই নয়নজলে না ধোয়ালে চরণ তোমার কী দিয়ে পূজিব বলো, কী আছে আমার? ♪ মহাপূজা উপাচার আমি কোথা পাবো আর? মহাপূজা উপাচার আমি কোথা পাবো আর? তাই বলি হে বিশ্বস্বামী ভরসা তোমার মুখে বলব, "হরি হরি", ধুলায় দিব গড়াগড়ি মুখে বলব, "হরি হরি", ধুলায় দিব গড়াগড়ি রাখো বা না রাখো হরি, যা ইচ্ছা তোমার ওই পদে রাখো বা না রাখো হরি, যা ইচ্ছা তোমার কী দিয়ে পূজিব বলো, কী আছে আমার? ♪ ওই হরি নাম নিতে নিতে যদি সে ফুল ফোটে চিত্তে ওই হরি নাম নিতে নিতে যদি সে ফুল ফোটে চিত্তে ফুটিলে পারে ছুটিতে নয়নেরই ধার ওই ফুটিলে পারে ছুটিতে নয়নেরই ধার কী দিয়ে পূজিব বলো, কী আছে আমার? প্রেম ফুলে পূজিলে নাকি পূজা হয় তোমার ওই প্রেম ফুলে পূজিলে নাকি পূজা হয় তোমার কী দিয়ে পূজিব বলো, কী আছে আমার? কী দিয়ে পূজিব বলো, কী আছে আমার?