তোমাকে ছাড়া একা একা বাঁচা কি বলো যায় তুমিহীনা দিন আমার কাটে খুব অসহায় জানি না কী করে এ মনজুড়ে জড়ালে কী বাঁধন বুঝিনি এভাবে কী যেন কীভাবে হলে তুমি আপন তোমাকে ছাড়া একা একা বাঁচা কি বলো যায় ♪ হাজারো তারাতে দেখেছি যে নাম সে তো তোমারই শত কবিতায় পড়েছি যে নাম সে তো তোমারই ঘুম চোখে তবু ঘুম আসে না, লাগে যেন কেমন জানি না কী করে এ মনজুড়ে জড়ালে কী বাঁধন বুঝিনি এভাবে কী যেন কীভাবে হলে তুমি আপন তোমাকে ছাড়া একা একা বাঁচা কি বলো যায় ♪ সব কথা সুরে সুরে গান হয় সে তো তোমারই নামে ও, সব ব্যথা সুমধুর হয়ে যায় সে তো তোমারই নামে ঘুম চোখে তবু ঘুম আসে না, লাগে যেন কেমন জানি না কী করে এ মনজুড়ে জড়ালে কী বাঁধন বুঝিনি এভাবে কী যেন কীভাবে হলে তুমি আপন তোমাকে ছাড়া একা একা বাঁচা কি বলো যায়