Konok Chapa - Kemne Bolibo Ami текст песни
Исполнитель:
Konok Chapa
альбом: Tumi Amar Jibon
কেমনে ভুলিব আমি?
কেমনে ভুলিব আমি?
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিব আমি?
কেমনে ভুলিব আমি?
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
♪
না আসিলে কালো ভ্রমর
কে হবে যৌবনের দোসর
না আসিলে কালো ভ্রমর
কে হবে যৌবনের দোসর
সে বিনে মোর শুন্য বাসর
সে বিনে মোর শুন্য বাসর
আমি জিয়ন্তে মরা
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
♪
কুল-মানের আশা ছেড়ে
মন-প্রাণ দিয়াছি যারে
কুল-মানের আশা ছেড়ে
মন-প্রাণ দিয়াছি যারে
এখন সে কাঁদায় আমারে
এখন সে কাঁদায় আমারে
একি তার প্রেমের ধারা
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
♪
আসার পন্থে চেয়ে থাকি
তারে পাইলে হব সুখি
আসার পন্থে চেয়ে থাকি
তারে পাইলে হব সুখি
এই করিমের মরণ বাকি
এই করিমের মরণ বাকি
হইল না অঝোরধারা
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিব আমি?
কেমনে ভুলিব আমি?
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিব আমি?
কেমনে ভুলিব আমি?
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো
আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя