Bhoomi - Akashe Meteche Aaj текст песни
Исполнитель:
Bhoomi
альбом: Desh Jurrey
আকাশে মেতেছে আজ রঙ
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
বাতাসে উড়েছে কত গান
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
♪
চাঁদনী রাতের জ্যোৎস্না রে
উঁকিঝুঁকি মেরে যাস না রে
চাঁদনী রাতের জ্যোৎস্না রে
উঁকিঝুঁকি মেরে যাস না রে
আজও আমি বসে আছি গো
আজও আমি বসে আছি গো
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
♪
তোর ঐ চুড়ির ঝিলমিলিতে
কাজল চোখের চাহনিতে
তোর ঐ চুড়ির ঝিলমিলিতে
কাজল চোখের চাহনিতে
ভেসে যেতে চায় উড়ু মন
আরে, ভেসে যেতে চায় উড়ু মন
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
তোর আনচান আনচান অস্থিরেতে
ফিসফিসিয়ে সব কথাতে
আনচান আনচান অস্থিরেতে
ফিসফিসিয়ে সব কথাতে
বুঝি আমরা বুঝি সবই
কে যে তোর সজনী রে
কে যে তোর সজনী রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
চাঁদনী রাতের জ্যোৎস্না রে
উঁকিঝুঁকি মেরে যাস না রে
চাঁদনী রাতের জ্যোৎস্না রে
উঁকিঝুঁকি মেরে যাস না রে
ভেসে যেতে চায় উড়ু মন
ভেসে যেতে চায় উড়ু মন
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
আকাশে মেতেছে আজ রঙ
ফাগুন হাওয়া চারিদিকে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো রে
এলো রে, এলো রে, ফাগুন হাওয়া এলো
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя