Kishore Kumar Hits

Indrani Sen - Ebar Nirab Kore Dao Hey текст песни

Исполнитель: Indrani Sen

альбом: Memorable Tagore Songs


নীরব করে দাও হে তোমার মুখর কবিরে
এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে
তার হৃদয়-বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে
এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে
এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে
তার...
নিশীথরাতে নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে পুরে
নিশীথরাতে নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে পুরে
যে তান দিয়ে অবাক কর গ্রহ-শশীরে
এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে
এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে
তার...
যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে
গানের টানে মিলুক এসে তোমার চরণে
যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে
গানের টানে মিলুক এসে তোমার চরণে
বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি
বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি
একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে
এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители