Kishore Kumar Hits

Kaya - Deen Gelo Deen текст песни

Исполнитель: Kaya

альбом: Krishno


(থাকতে ক্ষুধা)
(প্রেমসুধা পান কররে পাগলা মন)
(থাকতে ক্ষুধা)
(প্রেমসুধা পান কররে পাগলা মন)
দিন গেলে দিন আর পাবেনা
দিন গেলে দিন
দিন গেলে দিন আর পাবেনা
ভাটা যদি লয় যৌবন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে পাগলা মন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে পাগলা মন

পিরিতে নাই পাঞ্জি-পুঁথি
নাইরে তাহার ভেদ-বিধান
সময় হতে প্রণয় স্রোতে
আপনা হতে পড়ে টান
পিরিতে নাই পাঞ্জি-পুঁথি
নাইরে তাহার ভেদ-বিধান
সময় হতে প্রণয় স্রোতে
আপনা হতে পড়ে টান
যার যেভাবে মন মিশাবে
যার যেভাবে
যার যেভাবে মন মিশাবে
সেই ভাবে তার যায় জীবন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে পাগলা মন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে পাগলা মন

সংসার সাগর মাঝে
নাও বেয়ে যায় সব জনায়
এপার ছেড়ে ওপার থেকে
কেউ নাহি আর কারে পায়
সংসার সাগর মাঝে
নাও বেয়ে যায় সব জনায়
এপার ছেড়ে ওপার থেকে
কেউ নাহি আর কারে পায়
ঘূর্ণিপাকে লাখে লাখে
ঘূর্ণিপাকে
ঘূর্ণিপাকে লাখে লাখে
ডুবে হেথায় হয় মরন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে পাগলা মন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে পাগলা মন

আসমানে জমিনে পিরিত
অনন্ত কাল ধরিয়া
সময় হলে রোদ-বাদলে
রাখে শান্ত করিয়া
আসমানে জমিনে পিরিত
অনন্ত কাল ধরিয়া
সময় হলে রোদ-বাদলে
রাখে শান্ত করিয়া
তা না হলে ফুলে ফলে
তা না হলে
তা না হলে ফুলে ফলে
শোভিত না এ ভুবন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে পাগলা মন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে পাগলা মন
দিন গেলে দিন আর পাবেনা
দিন গেলে দিন
দিন গেলে দিন আর পাবেনা
ভাটা যদি লয় যৌবন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে পাগলা মন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে পাগলা মন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে পাগলা মন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে পাগলা মন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে পাগলা মন
থাকতে ক্ষুধা
প্রেমসুধা পান কররে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Fuad

Исполнитель

Nish

Исполнитель

Helal

Исполнитель

Balam

Исполнитель

Redz

Исполнитель

Iksy

Исполнитель

Muza

Исполнитель