Kishore Kumar Hits

Rupam Islam - Aami Jaai - Live Recording текст песни

Исполнитель: Rupam Islam

альбом: Ekushe Ekok Live, Pt. 2 (Online Solo Concert) [Live Recording]


আদিখ্যেতার প্রশ্ন নেই
কান্না চাইছি না মোটেই
চোয়াল শক্ত থাকুক
চোখে ঘনাক মেঘ
এটা শিক্ষার প্রতিশোধ
দুটো ভিন্ন মূল্যবোধ
মুখে বালিশ চেপে
খুন হ'ল আবেগ
গল্প মিলনান্ত না
তাই আর ঢপের সান্ত্বনা
দিয়ে জোড়াতালির
নেই কোনও বালাই
বদলানোর আগ্রহ নেই
তুমি থেকো তোমাতেই
দরজা বন্ধ করে নিও
আমি যাই
বেশ তো হ'ল অনেক বাৎ
তর্কে তর্কে কাটল রাত
নিভল মনের আলো
জ্বলল অন্ধকার
দার্শনিক এই অবসাদ
মুখে তেতো তেতো স্বাদ
একটু কাছে যাওয়া
তোমায় চুমু খাওয়া
হ'ল না আমার
পাশাপাশি-ই নিকট নয়
শরীর জাগার বিকট ভয়
মতাদর্শে বাতিল
হালকা হাত ছোঁওয়া
তুমিও ঠিক আমিও ঠিক
ভুল নিতান্তই প্রাকৃতিক
খানিক র্যাডিকাল
আর খানিক বুর্জোয়া
কেউ হেরে যায় কেউ পড়ে
কেউ হারবে জেনেও লড়ে
হাজার চেষ্টা করলেও
জিতবে না সবাই
আপোষের আগ্রহ নেই
তাই ভোট দিচ্ছি বিচ্ছেদেই
যুদ্ধ জয়ে তুমি থেকো
আমি যাই
জানি মোদ্দা কথা শেষ
তবু লেজুড় অবশেষ
জুড়তে ইচ্ছে করছে খুব
দিই জুড়ে
স্বপ্নে দেখেছি তোমায়
হাঁটতে বালুকাবেলায়
ভিজে পা, তবুও তা
যায় পুড়ে
দু'জোড়া পা দুটো মন
একই লক্ষ্যে সারাক্ষণ
দৈবপ্রেমে ভেজে
তেজি সমুদ্দুর
বাড়ল ঢেউ আরেক ধাপ
(ভেঙে) বালির কেল্লা গড়ার পাপ
স্বপ্নে মিলায় বস্তু
তর্কে বহুদূর
কেঠো যুক্তি শুকনো বাৎ
সতর্কতায় কাটল রাত
পক্ষাঘাতের চেয়ে
ভাল শোক-আঘাত
দার্শনিক এই অবসাদ
মুখে তেতো তেতো স্বাদ
একটু কাছে আসা
তোমায় ভালবাসা
আরেকটু কাছে যাওয়া
তোমায় চুমু খাওয়া
হ'ল না আমার
কেউ হেরে যায় কেউ পড়ে
কেউ হারবে জেনেও লড়ে
হাজার চেষ্টা করলেও
জিতবে না সবাই
জোট সরকারে আস্থা নেই
তাই ভোট শূন্য ব্যালটেই
গণতন্ত্রে তুমি থেকো
আমি যাই
গল্প মিলনান্ত না
তাই আর বালের সান্ত্বনা
দিয়ে জোড়াতালির
নেই ধানাইপানাই
বদলানোর আগ্রহ নেই
তুমি থেকো তোমাতেই
দরজা বন্ধ করে নিও
আমি যাই

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Rupam

Исполнитель