Kishore Kumar Hits

Rupam Islam - Phishphash Juuge текст песни

Исполнитель: Rupam Islam

альбом: Phishphash Juuge


এই ফিসফাস যুগে সব বিশ্বাস নাচার
ভালো লাগছে না আর

এই ফিসফাস যুগে সব বিশ্বাস নাচার
ভালো লাগছে না আর
আজকে পিঠে ঠেকলো দেয়াল
তবু ঝড় ঠেকাচ্ছে মানুষ, এ ক্রান্তিকাল
আনত চিবুক, কঠিন চোয়াল
তীক্ষ্ণ সওয়াল ছুড়ে দিক যত, মন ভাঙা দিনকাল
ছাড়ছে না হাল, ক্রুদ্ধ খেয়াল
যুদ্ধ শপথে উদ্বুদ্ধ ধার তরোয়াল
অবরুদ্ধ জীবন, বেসুরো বেতাল
তবু হাসে বিশুদ্ধ ভরসায় ফর্সা সকাল

ডাকছে সকাল জীবনের মর্মোদ্ধারে
ঠিক যেভাবে সে পারে

ডাকছে সকাল জীবনের মর্মোদ্ধারে
ঠিক যেভাবে সে পারে
নিমেষে বাতিল, হুকুম তামিল
দেখি সংকল্প আমায় কতদূর নিয়ে যেতে পারে
এ যাত্রা শেষ হিসেব নিকেশ
যদি মরবার আগে একবার বাঁচা যেতে পারে
মরণডাঙ্গায় জীবনকামড়
দেখি প্রত্যয় আমাদের কতদূর নিয়ে যেতে পারে
মেনে নেওয়া নিয়ম মানা যাচ্ছে না আর
ভালো লাগছে না, ছাড়!

ও, মেনে নেওয়া নিয়ম মানা যাচ্ছে না আর
ভালো লাগছে না, ছাড়!
ঘর্ষণ আবার বারুদ শলাকার
আগুন জ্বালাতেই হবে নিকষ অন্ধকারে
স্বাধীন ভাবার খাবার-দাবার
যোগানের গান গাই বাঁচবার অধিকারে
এই প্রেরণায়, উত্তেজনায়
আগেভাগে ভেবে রাখা সব পথ হারিয়ে যেতে পারে
তবুও অটল মানুষের দল
পাবে প্রাঞ্জল মুক্তির শতদল শেষ চিৎকারে

এক অনিমেষ মৃত্যুর দেশ
তবু মরবার আগে শেষ বার বাঁচা যেতে পারে
মরণডানায় জীবননাচন
দেখি সংকল্প আমায় কতদূর নিয়ে যেতে পারে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Rupam

Исполнитель