নিজেকে আয়নায় দেখে
অচেনা ঠেকল ভীষণ
এটা কার সংসার?
কত নম্বর platform?
♪
নিজেকে আয়নায় দেখে
অচেনা ঠেকল ভীষণ
এটা কার সংসার?
কত নম্বর platform?
ছুটি express এসে
তফাতে দাঁড়াল কি?
একটু চা দরকার
এত ঘুম কোন রাতে রাখি?
শুয়ে শুয়ে
শুঁয়োপোকা হব
না জোনাকির মতো
ছটফটে
না চাইতে জুটে গেছে
অস্বস্তি কিছু
ফোকটে
Whoa
Whoa
Whoa, ওহো-হো
Whoa, ওহো-হো
♪
কত ঘটনার ঘনঘোর
কত রাতের অবৈধ ভোর
সেসব তারিখ (টুকে রাখি)
তা নিয়ে কত গান লেখা বাকি
কত শতবার্ষিকী ইচ্ছে
ফাঁকতালে আজ দুয়ো দিচ্ছে
ভিত্তিহীন কুচকাওয়াজ
ভিজে বন্দুক, ফাঁকা আওয়াজ
সংসার মূলধন, প্রেম সুদ
বিরহ ঘুম তাড়ানোর ওষুধ
কে যে স্নেহহীন সত্ত্বাকে
হাতছানি দিয়ে ভূত ডাকে
Whoa
Whoa
Whoa, ওহো-হো
Whoa, ওহো-হো
Whoa, ওহো
Whoa, ওহো
Whoa, ওহো-হো
Whoa, ওহো-ওহোহো
ভূতের ভাষা কি পুরোপুরি আষাঢ়ে?
না কি যা রটে কিছুটা বটে?
তদন্ত করে আর গোয়েন্দা বলো
কী পাবে?
♪
নানান ছাঁচের সিনেমার
একই ধাঁচের মহাসংকটে
কাউকে দায়ী করে লাভ নেই
জীবনে কত কিছু ঘটে
Whoa
Whoa
Whoa, ওহো-হো
Whoa, ওহো-হো
Whoa, ওহো
Whoa, ওহো
Whoa, ওহো-হো
Whoa, ওহো-হো
Whoa, ওহো
Whoa, ওহো
Whoa, ah-ah-ah
Whoa, whoa
Whoa, ওহো
Whoa, ওহো
Whoa
Whoa, whoa
Whoa
Поcмотреть все песни артиста