Kishore Kumar Hits

Rupam Islam - Kagoje Mogoje_(From"Window Connection") текст песни

Исполнитель: Rupam Islam

альбом: Rupam Islam Movie Hits Jukebox


কাগজে মগজে আমার
দিন-রাত্তির পুরনো খাবার
কত কী আছে হারাবার ভাবছি
আকাশ বেয়ে নামছে নদী
আমার কাছে থাকতো যদি
যন্ত্রণা সব মেপে রাখার যন্ত্র
মেঘ নামিয়ে মাঝরাতে
আমি যুদ্ধ করি কার সাথে
আমি মিলিয়ে যেতে চাই কারোর ছায়ায়
খুঁজে পেতে দাও আমায় সেই ভোর
আমি যার গন্ধ নিতে চাই
আলোয়, আলোয়, আলোয় ঢাকুক সে চোখ
খুঁজে পেতে দাও আমায় সেই প্রাণ
আমি যাকে আদর করতে চাই
আলোয়, আলোয়, আলোয় ঢাকুক সে চোখ

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Rupam

Исполнитель