Kishore Kumar Hits

Timir Biswas - Eklara текст песни

Исполнитель: Timir Biswas

альбом: Eklara


আমার মেঘলা মন মেঘের দেশে উড়ে যা
এ মন বন্ধুহারা, কুলকিনারা দেখতে পায় না
খুব সাধারণ, আমার দিনযাপন ডুব ছায়ায়
এ মন তুই ছাড়া আর কিচ্ছু খুব দেখতে চায় না
আমার মেঘলা মন মেঘের দেশে উড়ে যা
এ মন বন্ধুহারা, কুলকিনারা দেখতে পায় না
আরে না রে না, তুই একলা হারিস না
সাঁতরে আছি, আলগা ভাসি, তুই তোরই সীমানা
শত অবাক জীবনে, মন চেনার আগুনে
ঠিকের হিসেব ভুলেই পাবি, মায়া মনের মোহনা
আরে না রে না, তুই একলা হারিস না
সাঁতরে আছি, আলগা ভাসি, তুই তোরই সীমানা
শত অবাক জীবনে, মন চেনার আগুনে
ঠিকের হিসেব ভুলেই পাবি, মায়া মনের মোহনা
বদল, কার ঘুমে মুখচুমে আদুরে শৈশব চায়
আসল, কি করে সব বুঝে ভুল বোঝে ভালোবাসায়

আমার একলা মন ছাপে না বিজ্ঞাপন, রং ভারী
অচেনা হোঁচট খায়, মিছিলে হারিয়ে যায় সব-বারই
আমার মেঘলা মন, মেঘের দেশে উড়ে যা
এ মন বন্ধুহারা, কুলকিনারা দেখতে পায় না
এক সহজ জন, চাপানো ঋণের মন বইতে পারে না
এ মন তুই ছাড়া আর কিচ্ছু খুব দেখতে চায় না

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители