This is a love song Where lover is questioning her conscience All about what is giving her sleepless nights And what is taking away the slumber from her eyes জাগরণে যায় বিভাবরী- আঁখি হতে ঘুম নিল হরি- কে নিল হরি মরি মরি জাগরণে যায় বিভাবরী- আঁখি হতে ঘুম নিল হরি- কে নিল হরি মরি মরি জাগরণে যায় বিভাবরী- ♪ যার লাগি ফিরি একা একা- আঁখি পিপাসিত, নাহি দেখা যার লাগি ফিরি একা একা- আঁখি পিপাসিত, নাহি দেখা তারি বাঁশি ওগো তারি বাঁশি তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি জাগরণে যায় বিভাবরী- আঁখি হতে ঘুম নিল হরি- কে নিল হরি মরি মরি জাগরণে যায় বিভাবরী- আঁখি হতে ঘুম নিল হরি- কে নিল হরি মরি মরি বাণী নাহি, তবু কানে কানে কী যে শুনি তাহা কেবা জানে বাণী নাহি, তবু কানে কানে কী যে শুনি তাহা কেবা জানে এই হিয়াভরা বেদনাতে বারি-ছলোছলো আঁখিপাতে এই হিয়াভরা বেদনাতে বারি-ছলোছলো আঁখিপাতে ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি জাগরণে যায় বিভাবরী- আঁখি হতে ঘুম নিল হরি- কে নিল হরি মরি মরি জাগরণে যায় বিভাবরী- আঁখি হতে ঘুম নিল হরি- কে নিল হরি মরি মরি জাগরণে যায় বিভাবরী-